ঈদের ৭ দিন মহাসড়কে মোটর বাইক বন্ধ ঈদের ৭ দিন মহাসড়কে মোটর বাইক বন্ধ - ajkerparibartan.com
ঈদের ৭ দিন মহাসড়কে মোটর বাইক বন্ধ

3:50 pm , July 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পদ্মা সেতুর পর এবার ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটর বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই সঙ্গে এক জেলায় নিবন্ধিত মোটর বাইকও অন্য জেলায় চালানো যাবে না বলে বলে নির্দেশনা এসেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের এক সভা থেকে। ঈদের এক সপ্তাহ আগে রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে এই সভা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালি ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পবিত্র ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।” ‘যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে’ পুলিশের অনুমতি নিয়ে মোটর সাইকেল চালানো যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, “অনুমোদিত এলাকার বাইরে মোটর সাইকেল রাইড-শেয়ারিং করা যাবে না পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটর সাইকেল অন্য জেলায় চালানো যাবে না।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT