3:49 pm , July 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে একজন নারী প্রভাষকের চরিত্র নিয়ে মিথ্যা ও মনগড়া ষ্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। যার মামলা নং-৫৮/০২২। আদালত সূত্রে জানাগেছে, বরিশাল এয়ারর্পোট থানাধীন নগরীর কাশিপুর ৩০ নং ওয়ার্ড গণপাড়ার বাসিন্দা ও ঝালকাঠী জেলার কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক আবুল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করেছেন, আবুল হোসেন এর স্ত্রী এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স‘র প্রভাষক নাজমুন্নাহার তানিয়ার বিরুদ্ধে প্রতিবেশী মৃত ইসকান্দার হাওলাদারের ছেলে আসাদ আল জাফর, তার ব্যবহৃত ফেইসবুক আইডির মাধ্যমে আবুল হোসেন ও আবুল হোসেনের স্ত্রীর বিরুদ্ধে র্দীঘদিন যাবত বিভিন্ন সময়ে তাদের চরিত্র নিয়ে মানহানিকর, মিথ্যা মনগড়া অশালীন, অসত্য ও কু-রুচিপূর্ণ ষ্ট্যাটাস প্রকাশ ও প্রচার করে আসছেন। গত ৮ জুন বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন এর ২০১৮ এর ২৫ (১)/২৬/২৯(১) ও ৩৫ ধারায় আবুল হোসেন বাদী হয়ে মামলা করলে বিচারক সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।