3:38 pm , July 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মাইক্রোবাসকে এ্যাম্বুলেন্সে রুপান্তর করাসহ চার অভিযোগে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার জরিমানা করা হয় বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সমাপ্তি রায় জানিয়েছেন। তিনি জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপুল সংখ্যক এ্যাম্বুলেন্স রয়েছে। এসব এ্যাম্বুলেন্সের চালকদের লাইসেন্স নেই, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, টোকেন নেই ও মাইক্রোবাসকে এ্যাম্বুলেন্সে রুপান্তর করা হয়েছে। এ অভিযোগ পেয়ে অভিযান করা হয়। এ সময় ১২ টি এ্যাম্বুলেন্স পাওয়া যায়। তাদের মধ্যে চার জন চালকের কাছে কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাই তাদের কাছ থেকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বিআরটিএর কর্মকর্তা ও পুলিশের একটি দল সহায়তা করেছে বলে নির্বাহী হাকিম জানিয়েছেন।
অভিযানে এ্যাম্বুলেন্স চালক, মো. আউয়াল, হুমায়ন কবির ও আমির হোসেনকে ৩০ হাজার টাকা করে এবং মো. রফিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরা সকলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থান করে রোগী আনা-নেয়া করে।