3:35 pm , July 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ট্রাকে করে নেয়ার সময় নগরী থেকে ৫ লাখ ৯৫ হাজার গলদা চিংড়ির রেণু উদ্ধার করেছে কোষ্টগার্ড। শনিবার সকালে রেনু উদ্ধার করা হয় বলে কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কেএম শাফিউল কিঞ্জল জানিয়েছেন। এ সময় ট্রাক চালক মো. আমিনুল শেখকেও (২৬) আটক করা হয়েছে। সে গোপালগঞ্জের কোটালীপাড়ার মোহাম্মদ আলী শেখের ছেলে। মিডিয়া কর্মকর্তা কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী সড়কের নগরীর রুপাতলী বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান করা হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির ট্রাক থামিয়ে তল্লাশী করে রেনু উদ্ধার করা হয়েছে। তিনি জানান, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল ইসলাম রেজার উপস্থিতিতে রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া আটক ট্রাক ও চালককে পুলিশে সোপর্দ করা হয়েছে।কিঞ্জল আরো জানান, উদ্ধার করা রেনুর বাজার মুল্যে ১১ লাখ ৯০ হাজার টাকা। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল ইসলাম রেজা বলেন, আটক ট্রাক চালকের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে মামলা করা হয়েছে। কোষ্টগার্ডের পেটি অফিসার আকরামুল হক বাদী হয়ে ওই মামলা করেন। মামলার আসামী হিসেবে ট্রাক চালককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।