3:44 pm , July 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ছিনতাইয়ের ঘটনায় আদালতে মামলা দায়ের করার কারণে বাদীকে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা বারোটার দিকে মঠবাড়ীয়া উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এসময়ে আহত আবুল কালাম আজাদ (শাহানুর)কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাহানুর ওই গ্রামের আব্দুল হামিদ সিকদারের ছেলে। হাসপাতালে আহত অবস্থায় আবুল কালাম আজাদ (শাহানুর) বলেন, ২০২১ সালে পরিকল্পিতভাবে আমার কাছ থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হক, মতলেব তালুকদার, জয়নাল মোল্লা,আব্দুর রব মোল্লা, সেলিনা খাতুন,সাফিয়া খাতুনসহ ৪/৫ জন যুবক আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে আমাকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মঠবাড়ীয়া থানার ওসি বলেন,আমি মিটিংয়ে ব্যস্ত রয়েছি। বিষয়টি আমার জানা নেই।
ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্তি ও গণতন্ত্রের সংগ্রামের গতিপথ নিয়ে বরিশালে বাসদের মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত