শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন সমাবেশ শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন সমাবেশ - ajkerparibartan.com
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন সমাবেশ

3:42 pm , July 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষক হত্যা, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। শুক্রবার সকালে নগরীর সদররোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক নাজমুল হক আকাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক দেবাশিষ চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি কাজল ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, আনোয়ার জাহিদ, শিক্ষক নেতা কালাম আজাদ, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, অধ্যাপক টুনু রানী কর্মকার, শিক্ষক সুনিল বরন হালদার, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ প্রমুখ। বক্তরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হত্যা সহ শিক্ষক লাঞ্ছনাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT