উৎসব মূখর পরিবেশে নগরীতে রথযাত্রা অনুষ্ঠিত উৎসব মূখর পরিবেশে নগরীতে রথযাত্রা অনুষ্ঠিত - ajkerparibartan.com
উৎসব মূখর পরিবেশে নগরীতে রথযাত্রা অনুষ্ঠিত

3:35 pm , July 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সনাতন ধর্মালম্বী হিন্দুদের গতকাল ছিল রথ যাত্রা উৎসব। ভগবান জগন্নাথদেব প্রতিবছর এই দিনে পৃথিবীতে থাকা তার ভক্ত, অনুসারীদের সাথে দেখা দেন। বরিশাল নগরী সহ জেলা-উপজেলায় এ উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। মন্দিরে মন্দিরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচী গ্রহন করা হয়। নগরীতে আন্তর্জাতিক কুষ্ণ ভাবনা মৃত সংঘ (ইসকনের), সদর রোড জগন্নাথ দেবের মন্দির, হাটখোলা হরিঠাকুর মন্দির, বাজার রোড রাধা গোবিন্দ মন্দির, কাউনিয়া মহামায়া মন্দির পৃথক পৃথক ভাবে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। এতে হাজার হাজার ভক্ত অংশগ্রহন করে। বিকেল ৩টায় দিকে বিএম কলেজ রোড ইসকন মন্দির প্রাঙ্গনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেস অতিথি ছিলেন মানবেন্দ্র বটব্যাল, মানিক মুখার্জী কুডু, তমাল মালাকার, প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু, সুরঞ্জিত দত্ত লিটু, চঞ্চল দাস পাপ্পা, বীরেন্দ্র নাথ সমদ্দার, সালমা আক্তার শিলা, বাসুদেব কর্মকার ভাসাই। সভায় সভাপতিত্ব করেন ইসকন বরিশালের অধ্যক্ষ তপসী দাস ব্রভ্রচারী। সভা শেষে হাজার হাজার ভক্ত নিয়ে রথযাত্রা শুরু হয়। বিশাল রথযাত্রা থেকে ভক্তদের মধ্যে ফলছুড়ে দেয়া হয়। নারী পুরুষের এই শোভাযাত্রায় কয়েকটি হাতিও আনা হয়েছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দির থেকেও বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আগমী ৮ জুলাই উল্টো রথযাত্রা বের হবে। ইসকনের রথটি নতুন বাজার আদি শ্মশানে, জগন্নাথ দেব মন্দিরের রথ কালীবাড়ী রোড ধর্মরক্ষিণী সভা গৃহে এবং হাটখোলা হরিঠাকুর মন্দিরে রথ এখানে রাখা হয়। মহামায়া মন্দিরের রথ কাঠপট্টি চার্চ ওয়ার্ড দূর্গা মন্দিরে রাখা হয়েছে। রথযাত্রা উপলক্ষে ২জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ধর্ম রক্ষিণী সভা গৃহে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে নগরীর সদর রোডের জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে বের হওয়া রথযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি ভানু লাল দে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য গোবিন্দ সাহা জানান, এ রথযাত্রা মন্দিরের সামনে থেকে শুরু হয়ে নগরীর গির্জা মহল্লা, চক বাজার, বাজার রোড, স্ব-রোড হয়ে নগরীর কালিবাড়ী রোডের ধর্মরক্ষিনী সভাগৃহে এসে অবস্থান নেয়। রথযাত্রা চলা অবস্থায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT