3:42 pm , June 30, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে উপজেলার তিন দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আবুজর ইজাজুল হক। ঈদকে সামনে রেখে অতিরিক্ত মুল্যে রাখা, মুল্যে তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রির দায়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী হাকিম আবুজর ইজাজুল হক জানান, উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে খেয়াল খুশি অনুযায়ী পন্য বিক্রি করে। অভিযোগ পেয়ে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতে ভোক্তাদের সাথে প্রতারনা করলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল ব্যবসায়ীকে সৎভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ দেয়া হয়েছে বলেন তিনি। জরিমানা দেয়া দোকানীরা হলো কালিগঞ্জ বাজারের রফিক স্টোর, ওয়াসিম স্টোর ও মিজানুর স্টোর।