একদিনের ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুন একদিনের ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুন - ajkerparibartan.com
একদিনের ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুন

3:38 pm , June 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টার ব্যবধানে বরিশালে করোনা রোগীর সংখ্যা দ্বিগুন বেড়েছে। জুনের শেষ দিনে বরিশাল বিভাগে ৪৯ জন করোনা সনাক্ত হয়েছে। যা ২৯ জুন ছিলো ২৪ জন। তবে নতুন এই ঢেউয়ে বরিশালে এখন পর্যন্ত কারো মৃত্যু ঘটেনি। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের তথ্য সুত্রে জানা গেছে বৃহস্পতিবার বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়েছে ৪৯ জন। বরগুনা জেলা বাদে এদিন বরিশাল বিভাগের ৫ জেলায়ই করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সব চেয়ে বেশী সনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এ জেলায় ৩০ জন,ঝালকাঠিতে ৯ জন,ভোলায় ৭ জন,পটুয়াখালীতে ২ জন এবং পিরোজপুরে ১ জন করোনা সনাক্ত হয়েছে।
এর আগে ২৯ জুন বরিশাল বিভাগে ২৪ জনের করোনা সনাক্ত হয়েছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT