ঈদে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে চেকপোস্ট ঈদে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে চেকপোস্ট - ajkerparibartan.com
ঈদে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে চেকপোস্ট

3:35 pm , June 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিলশেডে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম। সভায় ঈদযাত্রা নির্বিঘœ করতে লঞ্চঘাট, নথুল্লাবাদ-রুপাতলী বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন, নিয়মিত চেকপোস্ট ও বাড়তি নিরাপত্তা জোরদারে সাদা পোশাকসহ বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রদানে মাঠে অবস্থান সংক্রান্ত আলোচনা করা হয়। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের স্ব-স্ব অবস্থান থেকে উপস্থিত সকলে সমন্বয় করে কাজ করার সহমত পোষণ করা হয়। এডিসি (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) মো. রাসেল পিপিএম সেবা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, ডিসি (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, ডিসি( ট্রাফিক) এস এম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, ডিসি (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, ডিডি এনএসআই, বরিশাল, ডিজিএফআই প্রতিনিধি, সিভিল সার্জন, শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, আনসার প্রতিনিধি, নথুল্লাবাদ- রুপাতলী বাস মালিক, প্রতিনিধি, লঞ্চ মালিক, শ্রমিক প্রতিনিধি, পশুর হাটের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তর থেকে ব্যক্তিবর্গ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT