3:43 pm , June 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার বরিশাল বিভাগে চার জেলার ত্রাণ কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যে দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। গত ২৭ জুন বিএনপি জাতীয় ত্রাণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী ত্রাণ সংগ্রহ ও মনিটরিং সেল গঠন করা হয়। বিএনপি জাতীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুূদ টুকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয় মজিবর রহমান সরোয়ার ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ত্রাণ কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।