3:34 pm , June 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনার প্রকোপ। গত কয়েকদিন ধরে প্রতিদিনই পিছনের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে বেশী রোগী সনাক্ত হচ্ছে। তবে নতুন এই ঢেউয়ে বরিশালে এখন পর্যন্ত কারো মৃত্যু ঘটেনি।
বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের তথ্য সুত্রে জানা গেছে মঙ্গলবার বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। আতংকের বিষয় হচ্ছে এদিন ঝালকাঠি বাদে বরিশাল বিভাগের ৫ জেলায়ই করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সব চেয়ে বেশী সনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এ জেলায় ১৪ জন,ভোলায় ৩ জন,বরগুনায় ২ জন এবং পিরোজপুর ও পটুয়াখালীতে ১ জন করে করোনা সনাক্ত হয়েছে। এর আগে ২৭ জুন বরিশাল বিভাগে ১৩ জন এবং ২৬ জুন ১২ জন রোগীর করোনা সনাক্ত হয়েছিলো।