3:53 pm , June 27, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে গুরুতর মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।জানাযায় আহত ব্যবসায়ীর বাড়ি উপজেলার মেমানিয়া ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের মালেক দেওযানের ছেলে আনোয়ার দেওয়ান(৪০)। সোমবার সকাল সাড়ে ৪ টার সময় বাসা থেকে মুলাদী থানায় দোকানের জন্য মালামাল ক্রয়ের উদেশ্য রওয়া দেয়।সেসিপ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পথরোধ করে গনি চৌকিদার হযরত চৌকিদার সহ কয়েকজন মিলে এলোপাতাড়ী মারপিট করে।এতে আনোয়ার দেওয়ান গুরুতর আহত হয়ে পরলে স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার দেওয়ান জানায় গত ২৪ জুন সন্ধ্যার সময় আমার দোকানে ছেলে নাহিদের সঙ্গে হামলাকারীদের তর্কবির্তক হয়।এ বিষয়ে আমি প্রতিবাদ করার কারনে আজ সকালে মুলাদী যাওয়ার পথে গনি চোকিদার,জালাল চোকিদার,হযরত আলী চৌকিদারশাকিল চোকিদার সহ কয়েকজন মিলে আমাকে এলোপাতাড়ী মারপিট করে।তখন আমার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।ব্যবসায়ীকে মারপিট করার বিষয় জানতে চাইলে তিনি বলেন আনোয়ার দেওয়ান মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।