বন্যা এলাকাকে দূর্গত এলাকা ঘোষনার দাবী জাসদের বন্যা এলাকাকে দূর্গত এলাকা ঘোষনার দাবী জাসদের - ajkerparibartan.com
বন্যা এলাকাকে দূর্গত এলাকা ঘোষনার দাবী জাসদের

3:49 pm , June 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ভয়াবহ বন্যা এলাকাকে দূর্গত এলাকা ঘোষনা, পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরন, চিকিৎসা সেবা নিশ্চিত করা ও নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম বৃদ্বি প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ। সোমবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানবন্ধনের আয়োজন করা হয়। জাসদের বরিশাল জেলা শাখার সভাপতি মো : শহিদুল ইসলাম মীরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান ছিলেন জাসদের কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এ্যাড. আনিচুজ্জামান আনিচ। তিনি বলেন, পদ¥া সেতু সরকারের বড় একটি সফলতা। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার লক্ষ লক্ষ মানুষ আজও পানি বন্দি। বন্যায় তাদের সব কিছু ভেসে গেছে। দু মুঠো খাবারের জন্য দূর্গত এলাকার মানুষ হাহাকার করছে। সরকারের পক্ষ থেকে এসব দূর্গত বানভাসী মানুষের কাছে পর্যাপ্ত এান সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, একদিকে মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে অপরদিকে আমরা পদ্মা সেতু নিয়ে আনন্দ উল্লাস করছি। এটা সত্যিই জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব পন্য সামগ্রী আজ সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আসন্ন ঈদের পূর্বে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দান সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মানববন্ধনে বরিশাল জেলা জাসদের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা পংকজ শিকারী, সাবেক ইউপি সদস্য সমিরন ঘরামীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। মানববন্ধনে বক্তারা নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবন্ধ হবার আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT