3:43 pm , June 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের জন্য ১৮ বছরের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে এজাহার হিসাবে নেয়ার নির্দেশ দেন। গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ ইয়াবর হোসেন ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন নিহত গৃহবধূ স্বর্ণা আক্তারের স্বামী মাসুদ খান, শ্বশুর জালাল খান, শাশুড়ি রুনু বেগম ও দেবর তুহিন খান। এরা সবাই গৌরনদীর পূর্ব কবসা ২ নং ওয়ার্ডের বাসিন্দা। ওই আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, গৌরনদীর বড় কসবা গ্রামের অধিবাসী সিপন সরদারের স্ত্রী সানিয়া আক্তার (৩৫) মামলায় উল্লেখ করেন, বাদীর কন্যা স্বর্ণা আক্তারের সাথে মাসুদ খানের বিয়ে হয় আড়াই বছর পূর্বে। বিয়ের পর যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন। ৩ লাখ টাকা যৌতুক দাবী করেন তা না হলে মেয়েকে মেরে ফেলবেন বলে জানান মাসুদ। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন ৩ লাখ টাকা যৌতুকের জন্য বাদীর কন্যা স্বর্ণা আক্তার (১৮) কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। বাদী মামলায় উল্লেখ করেন, বাদীর সাথে তার কন্যার ১৯ জুন শেষ কথা হয়। সে সময় যৌতুকের ৩ লাখ টাকার জন্য তার উপর নির্যাতনের কথা জানান স্বণা। সকালে জানতে পারেন তার মেয়ে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। এ খবর পাবার পর গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান তার মেয়ের লাশ পড়ে আছে। লাশ হাসপাতালে রেখে স্বামী সহ সবাই পালিয়ে যান। ২০ জুন ময়না তদন্ত শেষে বাদীর কাছে লাশ হস্তান্তর করেন। এ ব্যাপারে গতকাল ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন।