3:00 pm , June 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দুই দিনের সফরে বরিশাল এসেছেন কমিউনিটি ক্লিনিক সহায়তা বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ সৈয়দ মোদাচ্ছের আলী। শনিবার দুপুরে তিনি বিমান যোগে ঢাকা থেকে বরিশাল আসেন। এর পরপরই তিনি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ধোপাকাঠি এলাকায় অবস্থিত আবদুর রউফ মিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় তিনি কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের নিয়মিত সভা আয়োজন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি বরিশাল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান এবং সেখানে সম্প্রতি উদ্বোধন করা বঙ্গবন্ধুর ম্যুরালের সাথে ফটোসেশন করেন। তার সাথে ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ হুমায়ুন শাহীন খান,উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল,সহকারী পরিচালক ডাঃ মাহমুদ হাসান (রোগ নিয়ন্ত্রন) ডাঃ আলী আহসান (প্রশাসন) সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমি আক্তার, টুঙ্গিবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোসাঃ নাদিরা রহমান।
এদিকে সন্ধ্যায় বরিশালের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে ফেস্টুন উড়িয়ে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডাঃ মোদাচ্ছের আলী। এসময় তার সাথে ছিলেন গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপিকা ডা নাহিদ ফেরদৌসী। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন রবিবার সকালে বরিশাল বিভাগের সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। সভা শেষে বিকেলে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন তিনি।