পদ্মা সেতু উদ্বোধন: ঝালকাঠি থেকে যাবে ৫ হাজার মানুষ পদ্মা সেতু উদ্বোধন: ঝালকাঠি থেকে যাবে ৫ হাজার মানুষ - ajkerparibartan.com
পদ্মা সেতু উদ্বোধন: ঝালকাঠি থেকে যাবে ৫ হাজার মানুষ

3:46 pm , June 24, 2022

পরিবর্তন ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষার পর আজ উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি থেকে মাওয়া গেছেন প্রায় ৫ হাজার মানুষ।ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন নিজ নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যেতে।এ জন্য দুটি লঞ্চ গতকাল রাতে ছেড়ে যায় কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে।রাত পোহালেই দ্বার খুলবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোর পদ্মা সেতুর। এই আনন্দ ছড়িয়েছে সব প্রান্তে। দক্ষিণের জেলা ঝালকাঠির চারটি উপজেলায় এখন সাজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। উৎসবের আমেজ সর্বত্র।পৌর শহরের প্রবেশদ্বার রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতেই এমন আয়োজন।ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে ঝালকাঠির ৫ হাজার মানুষ। আমরা দুটি লঞ্চ যোগে এখান থেকে মাওয়া যাব।’ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক জয়ন্ত সাহা বলেন, পদ্মা সেতুর কারণে এক সময়ের অবহেলিত ঝালকাঠি তথা দক্ষিণাঞ্চলবাসীর অর্থনৈতিক দ্বার উন্মোচিত হবে। দ্রুত মালামাল সরবারহসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ায় উন্নয়নের আশায় বুক বেঁধেছেন ঝালকাঠিবাসী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT