3:44 pm , June 23, 2022
কুয়াকাটা প্রতিবেদক ॥ মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়া দুইটি ট্রলার আটক করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ ও মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে ট্রলার আটক হয়।
জানা গেছে, মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের ও উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে ৩ নদীর মোহনা থেকে সমূদ্রগামী এফবি আব্দুল্লাহ ২ ও এফবি ফাহিম নামের ২টি মাছ ধরার ট্রলার বরফ ও জাল সহ আটক করা হয়।
পরে দুপুরে দুটি ট্রলারের মালিককে পৃথক ভাবে ১৬ হাজার করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রলারে মজুদকৃত বরফ নদীতে ফেলে দেওয়া হয়।
মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যে সকল জেলেরা সমূদ্রে মাছ শিকার করছে এবং যে সকল অসাধু মৎস্য ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ কেনাবেচা করছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন নিষেধাজ্ঞা উপেক্ষা কারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।