3:37 pm , June 23, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিনটি পালন করতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসুচীর আয়োজন করে। নগরীর বিবি পুকুরের দক্ষিন পাড়ে দলীয় কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রতিকৃতিতে প্রথমে ফুল দেয় জেলা আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ। পরে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, গাজী নঈমুল হোসেন লিটু, সাইদুর রহমান রিন্টু, ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান, জেবুন্নেসা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমদ বাবু, এ্যাড. গোলাম সরোয়ার রাজিব। এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।