3:38 pm , June 22, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তরিকুল ইসলামের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামী মামুন হোসেন মল্লিক কে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গতকাল বরিশাল চিফ মেট্টোপলিটন আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
শিক্ষক করিকুল ইসলামের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এ্যাড.মোঃ আফজালুল করিম বলেন বুধবার সকালে আসামী মামুনকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী জামিন আবেদন করলে বিচারক আবেদন না মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার বিকেলে মামুন কে গ্রেফতার করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। পরের দিন মঙ্গলবার মামুন কে আদালতে হাজির করে থানা পুলিশ। কিন্তু আদালতের কর্মঘন্টা শেষ হওয়ায় সেদিন শুনানী অনুষ্ঠিত হয়নি।