3:37 pm , June 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ এনজিও টিএমএসএস এর নির্বাহী পরিচালকের মানহানি করার দায়ে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত ব্যক্তির নাম জালাল উদ্দিন মন্ডল। তিনি বরিশাল সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। গত ১৬ জুন মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এর রায় প্রদান করেন। বর্তমানে আসামী পলাতক রয়েছে। মামলা সুত্রে জানা গেছে, মাইক্রো ক্রেডিট কার্যক্রম পরিচালিত প্রতিষ্ঠান টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম পৈত্রিক সুত্রে একটি জমি পান। বিষয়টি নিয়ে আসামী জলাল উদ্দিন মন্ডল পত্রিকায় টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে নিয়ে মানহানিকর বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ঘটনায় টিএমএসএস এর কর্মী নাঈমা আক্তার বাদী হয়ে জালাল উদ্দিন মন্ডল কে আসামী করে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতে ২০২০ সালে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামী জালাল উদ্দিন মন্ডলকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিন পেয়েছে। মামলার সকল স্বাক্ষী গ্রহনের পর জালাল উদ্দিন মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু।