মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছেলে নিহত, বাবা আহত মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছেলে নিহত, বাবা আহত - ajkerparibartan.com
মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছেলে নিহত, বাবা আহত

3:55 pm , June 16, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-বানারীপাড়া সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছেলে নিহত ও আহত হয়েছে বাবা। বৃহস্পতিবার বিকেলে সড়কের বাদলা উচা পোল এলাকায় দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার এসআই আজমল ঠাকুর জানিয়েছেন। তিনি জানান, মোটর সাইকেলযোগে বাবা আব্দুল আজিজ ও ছেলে মো. রিয়াজ গুঠিয়া থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। উচা পোলএলাকায় এসে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে ছেলে রিয়াজের মৃত্যু হয়েছে। বাবা আজিজকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য মো. খলিল জানান, ইউপির পাংশা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের উজিরপুরের গুঠিয়া এলাকায় ওয়ার্কশপ রয়েছে। প্রতিদিনের মতো দুপুরে খাবার খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT