1:00 am , June 17, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ রেফকো ফার্মাসিউটিক্যালের পরিচালক জাহিদুল আলম জুয়েলের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ ওই নির্দেশ জারী করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, নগরীর কাউনিয়া নিবাসী আবদুল হাকিমের সাথে আসামীর পূর্ব পরিচয় ছিলো। সেই সুবাদে ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর ২ লাখ টাক ঋন নেয় আসামী জাহিদুল ইসলাম। জনতা ব্যাংকের অনুকূলে ২০২২ সনের ৫ জানুয়ারি চেক দেয়া হয়। ২০২২ সনের ৬ জানুয়ারি চেকটি ডিজ অনার হয়। ডিজ অনার হবার পর ২০২২ সনের ১৮ জানুয়ারি লিগ্যাল নোটিশ দেয়া হয়। কিন্তু আসামী নোটিশের কোন জবাব না দেওয়ায় মামলা করলে বিচারক গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন।