1:00 am , June 17, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের টাকা না পেয়ে গর্ভের সন্তান নষ্ট করায় স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে আসামীদের বিরুদ্ধে এজাহার করার নির্দেশ দেন। গতকাল বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছেন বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের আকবর আলী ফরাজীর ছেলে ও মামলার বাদী মনি আক্তারের স্বামী মোঃ নজরুল ইসলাম, মাসুদ হাওলাদার ও মাহিমা বেগম। বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের মনি আক্তার মামলায় উল্লেখ করেন, ২০২০ সনের তাদের ২ মার্চ বিয়ে হয়। ৩ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এক সময় মনি আক্তার অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। এ সময় আসামীরা চিকিৎসা করাতে দেননি। আসামীদের অবহেলার কারণে গ্রাম্য ধাত্রীর ভুল চিকিৎসার কারণে সন্তান মারা যায়। এ ব্যাপারে মনি আক্তার বাদী হয়ে মামলা করলে বিচারক বাকেরগঞ্জ থানার ওসিকে আসামীদের বিরুদ্ধে এজাহার করার নির্দেশ দেন।