বাবুগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী বাবুগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী - ajkerparibartan.com
বাবুগঞ্জে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী

1:00 am , June 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি জানান, গৃহবধুকে রক্ষা করতে এগিয়ে আসা বাবা ও ভাইকেও কুপিয়ে জখম করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গৃহবধুর ভাই মো. নুরে আলম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেছে। মামলায় ঘাতক ভগ্নিপতি নান্টু সিকদারকে (৩০) আসামী করা হয়েছে। ঘটনার পরপর দা’ সহ আটক নান্টুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। নান্টু স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। গৃহবধূ মাহমুদা বেগমের লাশ বরিশাল-শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সন্ধ্যার মধ্যে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মাহমুদা গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কুরিরচর গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে। নান্টু বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের চানমদ্দিন সিকদারের ছোট ছেলে।
নান্টুর দা’র আঘাতে জখম হয়ে বাবা চানমদ্দিন ও ভাই মিন্টু সিকদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, পাঁচ বছর পূর্বে নান্টু মাহমুদার বিয়ে হয়। নান্টু বর্তমানে বেকার হওয়ায় পারিবারিক কলহ হয়। তাই স্ত্রী রাগ করে এক সপ্তাহ পূর্বে পিত্রালয়ে যায়। দুই দিন পূর্বে তাকে ফিরিয়ে আনতে যায় নান্টু। কিন্তু মাহমুদা ফিরে আসেনি। বুধবার বিকেলে শ্বাশুড়ির ফোনে ফিরে আসে মাহমুদা। রাত আনুমানিক ১১ টার দিকে নান্টু সিকদার দা দিয়ে স্ত্রী মাহমুদাকে কোপানো শুরু করে। ডাকচিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে।
তখন বাবা চানমদ্দিন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। পরে বড় ভাই মিন্টু সিকদার এগিয়ে তাকেও কুপিয়ে আহত করেন নান্টু সিকদার।
স্বামীর হাত থেকে বাঁচতে বাড়ির পাশে একটি বাগানে গিয়ে পালায় মাহমুদা। সেখানে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT