3:16 pm , June 15, 2022
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে মাদক মামলায় ২ জনের ৩ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছে ঝালকাঠি যুগ্ম দায়রা জজ ১ম আদালত। বুধবার (১৫ জুন) বিচারক মো: সাইফুল আলম এ রায় প্রদান করেন। র্যাব -৮ এর ডিএডি মো: আমজাদ হোসেন বাদী হয়ে কাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করেন যা পরবর্তীতে এজাহার হিসেবে গন্য হয়। মামলার আসামীরা হলো ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া থানার মহিষকান্দি গ্রামের দেলোয়ার হোসেন মিয়ার পুত্র ১) মো: তাছিব মিয়া (২৫), (২) আ: আজিজ মিয়ার পুত্র মো: কুদ্দুস মিয়া (৫৫) ৩) নুরুল ইসলামের পুত্র মো: মিলন হাওলাদার(৩০)।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীদের নিকট হইতে উদ্ধারকৃত ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকাসহ থানায় হাজির হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন। আসামী মিলন হাওলাদার গ্রেফতারকৃত আসামী মো: তাছিব মিয়াকে ছিনাইয়া নেয়ার জন্যে কর্পোরাল /৪০৩১৫৯২ মো: রফিকুল ইসলাম এর বাম হাতের বাহুতে কোপ মারে যাতে প্রচন্ড রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং ১নং আসামী মো: তাছিব মিয়া এর ডান হাতের তালুর উপর অপর পাশে একটি কোপ লাগে। পরবর্তীতে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় ১ নং আসামী মো: তাছিব মিয়া ও ২নং আসামী মো: কুদ্দুস মিয়াকে র্যাব ধৃত করতে সক্ষম হয়।
ঝালকাঠি যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মো: সাইফুল আলম আসামীদের ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ৩নং আসামী পলাতক রয়েছে।