দক্ষিণাঞ্চলের লক্ষাধিক নেতাকর্মী পদ্মা সেতুর উদ্বোধনে থাকবে -আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি দক্ষিণাঞ্চলের লক্ষাধিক নেতাকর্মী পদ্মা সেতুর উদ্বোধনে থাকবে -আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের লক্ষাধিক নেতাকর্মী পদ্মা সেতুর উদ্বোধনে থাকবে -আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

3:20 pm , June 14, 2022

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভাগীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ছয় জেলার লক্ষাধিক নেতাকর্মী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে যোগ দেবে। আমরা লঞ্চ নিয়ে দশটার আগে সমাবেশের স্থানে থাকবো। আমাদের সকলের হাতে জাতীয় পতাকা থাকবে বলে জানালেন বরিশাল আওয়ামী লীগের প্রাণপুরুষ ও জেলার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। মঙ্গলবার বরিশাল ক্লাবে আয়োজিত বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, আমরা যারা পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে যাবো আমাদের অবশ্যই সকাল দশটার আগে সেতু পার হয়ে সমাবেশ স্থানে থাকতে হবে। তানা হলে নিরাপত্তারক্ষীরা আর প্রবেশ করতে দেবে না। এটা সবাইকে মনে রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশের এই মতবিনিময় সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেন। কৃতজ্ঞতা জ্ঞাপন শেষে বরিশালবাসীর প্রতি আওয়ামী লীগ সরকারকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল অবঃ জাহিদ ফারুক বলেন, পদ্মা সেতুর উদ্বোধন হওয়া মাত্রই আমাদের বরিশাল তথা দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক যাত্রারও সূচনা হবে। দক্ষিণাঞ্চলের মানুষ এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকবে বলে মনে করি আমি। তিনি দক্ষিণাঞ্চলের অগ্রযাত্রায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আমাদের দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী প্রত্যন্ত গ্রামেও বাণিজ্যিক সুবিধা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা গ্যাস ও অন্যান্য বিষয়গুলো নিয়েও ইতিমধ্যে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে সব সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানালেন বরিশালের আওয়ামী লীগের এই নেতা ও প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, আমরা বেশিরভাগ নেতাকর্মী লঞ্চ নিয়ে আনন্দ উৎসব করতে করতে যেতে চাই। কেউ কেউ হয়তো গাড়িতে যাবেন। তবে লঞ্চে যাওয়ার আনন্দ আলাদা। তিনি বলেন, লঞ্চ মালিকদের সাথেও আমাদের আলোচনা চলছে। অনেকেই মতবিনিময়ে অংশ নিয়েছেন। শুধু মাত্র ভোলা ও পটুয়াখালী থেকেই অর্ধলক্ষ নেতাকর্মী ও সমর্থক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবে। তাহলে ছয় জেলার কম হলেও তিন লক্ষ মানুষ হবে বলে আশাকরি।
সবশেষে সভাপতির বক্তব্যে পার্বত্য শান্তিচুক্তি বিষয়ক মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আব্দুল্লাহ ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন সমাবেশে যুক্ত থাকার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের করনীয় সম্পর্কে নির্দেশনা দেন। এ সময় তিনি আরো বলেন, আমি গত দিন পদ্মা সেতু এলাকা ঘুরে এসেছি। সেখানে সমাবেশের স্থানে নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠিন। আমাদের অবশ্যই ১০টার পূর্বে পৌছুতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের এমপি শাহে আলম, বরিশাল-৪ আসনের পংকজ দেবনাথ, বরিশাল ৬ আসনের রত্মা আমিন, বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু, পটুয়াখালীর সংসদ সদস্য এস এম শাহাজাদা, শওকত হাচানুর রহমান রিমন, ভোলার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আলী আযম মুকুল এবং সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রুবিনা আক্তার মীরাসহ জেলা উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে তাদের পথপ্রদর্শক নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ এর নির্দেশনা জানতে চান ও সেই অনুযায়ী চলার কথা বলেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, পিরোজপুর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, ভোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং লঞ্চ মালিকদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT