সদর উপজেলার চার গ্রামবাসীর চোখে মুখে আনন্দ সদর উপজেলার চার গ্রামবাসীর চোখে মুখে আনন্দ - ajkerparibartan.com
সদর উপজেলার চার গ্রামবাসীর চোখে মুখে আনন্দ

3:39 pm , June 12, 2022

কথা রেখেছেন প্রতিমন্ত্রী

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ কথা রেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। দীর্ঘ বত্রিশ বছর পর গত বৃহস্পতিবার থেকে পূর্ব কর্ণকাঠী ও চরকরঞ্জী সংযোগ ব্রীজের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে পাইলিং চলছে। এরপর আগামী এক বছরের মধ্যে বদলে যাবে চরকরঞ্জী ও পূর্ব কর্ণকাঠী, ঘোপের হাট ও তালুকদার হাট গ্রামের চিত্র। রিকশা ইজিবাইক ও এ্যাম্বুলেন্স চলাচল করবে। স্কুল কলেজে যেতে আর কষ্ট পাবে না ছাত্র-ছাত্রীরা। অসুখ হলে সরাসরি বরিশালের হাসপাতালে যাওয়া যাবে। বিনা চিকিৎসায় আর কেউ মারা যাবে না। আমরা খুশি। আমাদের কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশালের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুকের কাছে। এভাবেই নিজেদের অনুভূতি জানালেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ও চাঁদপুরা ইউনিয়নের বাসিন্দারা।
এদিকে চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটে গুচ্ছগ্রাম নির্মাণ বন্ধ করে বাজারের ব্যবসায়ীদের জন্য স্থায়ী বসার জায়গা তৈরি করে দেয়া এবং একইসঙ্গে ঘোপের হাট পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করার সিদ্ধান্ত দেয়ায় সংসদ সদস্য জাহিদ ফারুক ও বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ খানও।
সরেজমিনে শনিবার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্ণকাঠী, চরকরঞ্জী, চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট, ঘোপের হাট এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ ঘুরে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের চোখেমুখে আনন্দের জ্যোতি। প্রতিবেদককে দেখেই তারা জড়িয়ে ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, ধন্যবাদ আপনাকে। আপনার বলা কথা মতোই আমরা একজন ভালো নেতা পেয়েছি। আমাদের সমস্যা শুনে তিনি সমাধানের পথও তৈরি করে দিয়েছেন। আমরা আওয়ামী লীগ, বিএনপি বুঝি না একজন ভালো মানুষ খুঁজেছি সবসময়। এই প্রথম জাহিদ ফারুক শামীম এমপিকে পেলাম। তিনি আমাদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি টুঙ্গিবাড়িয়ার সড়ক ও কবরস্থান সমস্যার সমাধান করতে ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন বলে জানালেন চেয়ারম্যান নাদিরা রহমান।
চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাজহারুল ইসলাম কালাম খানসহ তালুকদার হাট ও চাঁদপুরা গ্রামবাসীরা জানালেন, এখানে হাটের ভিতর গুচ্ছগ্রামের বদলে মাছ ও সবজী বিক্রেতার জন্য স্থায়ী বসার জায়গা করে দেয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য পানি প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম। তার নিজস্ব লোক এসে জায়গা দেখে গেছেন বলে জানান তারা।
তবে গ্রামবাসীর অভিযোগ একটি ইটভাটার কারণে দীর্ঘদিন আটকে আছে তালুকদার হাট থেকে ঘোপের হাট হয়ে বৈরাগী বাড়ি ও চরকারঞ্জী হাইস্কুল যাতায়াতের পথটি। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এই সড়কের উন্নয়নে জরুরী নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুসরণ করে তালুকদার হাট থেকে রচি ব্রীকফিল্ড পর্যন্ত এক কিলোমিটার মাটির সড়ক পাকাকরণের অনুমোদনও হয়েছে বলে জানালেন বাসিন্দারা। গ্রামবাসী শাহ আলম ও হানিফ হাওলাদার অভিযোগ জানিয়ে বলেন, এখানে ইটভাটার মধ্য দিয়ে চলে গেছে সড়কের মূল নকশা। ইউনিয়ন পরিষদের সাথে যোগসাজশে মূল নকশা থেকে সড়ক ঘুরিয়ে দিয়েছেন ইটভাটার মালিক। এ কারণে এই সড়কের কাজের অনুমোদন হয়, প্রকৌশলী এসে মাপঝোঁকও করেন কিন্তু সড়ক আর হয়না। ২৭ বছর এভাবে আটকে আছে। ইতিপূর্বে এ নিয়ে পরিবেশ দপ্তর, সমাজসেবা ও জেলা প্রশাসক বরাবরেও অভিযোগ করেছি আমরা। মূল নকশা ধরে সড়কের কাজ পুরোপুরি সম্পন্ন করার দাবী গ্রামবাসীর।
তবে ইটভাটার মালিক দুলাল হাওলাদারও কিন্তু একই দাবী জানালেন। তিনি বললেন, আমিও চাই মূল নকশা ধরে সড়কটি সম্পূর্ণ হোক। আধাআধি যেন না হয়। তাহলে কারোই কোনো উপকারে আসবেনা এ সড়ক। ইটভাটাকে দোষারোপ করার কোন সুযোগ নেই। নকশা ঘুরিয়ে বিকল্প সড়ক করেছিলো বিগত ইউনিয়ন পরিষদ সদস্যরা। আমি বা আমার ইটভাটা করেনি। রচি ব্রীকফিল্ডের মালিক সাইফুল ইসলাম দুলাল হাওলাদার আরো বলেন, এই রাস্তাটি নকশা অনুযায়ী হলেও আমার কোনো ক্ষতি নেই। আমিও চাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যেন কষ্ট না হয়। যেভাবে ইচ্ছে প্রশাসনের প্রতি এই সড়ক তৈরি করে দেয়ার অনুরোধ আমারও। তাতে যদি আমার কোনো সাহায্য লাগে আমি তাও করতে প্রস্তুত।
এদিকে পূর্ব কর্ণকাঠী ও চরকরঞ্জী গ্রামের সবাই ভিড় করে দেখছিলেন তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবার চিত্র, ব্রীজের কাজ। এখানে পূর্ব কর্ণকাঠীতে মের্ধা বাড়ির পুলটি ভেঙে বড় করার কাজ যখন চলছে ঠিক একইসময় দুই কিলোমিটার মাটির সড়ক পার হয়ে চরকারঞ্জী সংযোগের দুটি ভাঙা পুলের একটিতে শুরু হয়েছে পাইলিং কাজ। গ্রামবাসী ভিড় করে তা দেখছিলেন আর হাত তুলে দোয়া করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি প্রতিমন্ত্রীর জন্য।
চরকরঞ্জীর চাকুরীজীবি বাসিন্দা নিজাম হাওলাদার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজ পার হই আমরা। কখনো কলাগাছের ভেলায় আবার কখনো সাঁতারে পার হইছি। গত ফেব্রুয়ারী মাসে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসে এই ব্রীজ দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করে যান। এরপর আর কাজ শুরু হবার লক্ষণ দেখা যায় নাই। আমরাতো ভেবেছিলাম আগের মতো এবারও বুঝি অন্য এলাকায় চলে গেছে আমাদের ব্রীজ। গত বৃহস্পতিবার থেকে কাজের সরঞ্জাম আসতে শুরু করলে চরকারঞ্জী ও পূর্ব কর্ণকাঠী গ্রামের মানুষেরা বুঝতে পারছি একজন ভালো মানুষ আমরা পেয়েছি। যে কথা দিলে তা কাজ করেও দেখায়।
এখানে গ্রামবাসীর মুখে ছিলো স্থানীয় সংসদ সদস্যের প্রতি প্রশংসা ও তার আশ্বাসে বিশ্বাস রাখার স্পষ্ট উচ্চারণ। তারা চান এই ব্রীজের কাজ যেন দ্রুত শেষ হয়। এটা যেন আর ঝুলে না যায়। পাশাপাশি তাদের ছোট ছোট মাটির সড়কগুলোর পাকা করে দেয়ার দাবী চরকারঞ্জীর ইউপি সদস্য বিপ্লব ও পূর্ব কর্ণকাঠীর ইউপি সদস্য মজিবর রহমান লিচু মিয়ারও।
চরকরঞ্জীর ইউপি সদস্য বিপ্লব বলেন, চরকরঞ্জী হাইস্কুলে জাহিদ ফারুক এমপি এসেছিলেন। তিনি কথা দিয়ে গেছেন খালের পুনঃখনন, ব্রীজ ও সড়ক হবে। আমরা তার কথা ও কাজে মিল পেয়েছি। আমরা এখন তার উপর বিশ্বাস রাখতে চাই।
পূর্ব কর্ণকাঠীর গ্রামবাসী বয়োবৃদ্ধ মূসা খান বলেন, এরইমধ্যে তিনি খাল খননের কাজ করে দিয়েছেন, খাল অনেক গভীর করেছেন।তবে ব্রীজ দুটির একটির কাজ শুরু হয়েছে। অন্যটি আবার ঝুলে গেছে। স্কুলের পোলামাইয়াগো চলাচল করতে বহু কষ্ট হয়।
গত ৩ ফেব্রুয়ারী স্থানীয় সংসদ সদস্য পানি প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এই এলাকার মোট তিনটি ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন। দুটির কাজ শুরু হয়েছে এবং অন্যটি অপেক্ষমাণ রয়েছে। রয়েছে বেশকিছু মাটির সড়ক। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান বলেন, পূর্ব কর্ণকাঠী এলাকায় তিনটি মাটির সড়ক এখনো রয়েছে। সবমিলিয়ে সাত-আট কিলোমিটার হবে।
বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক বলেন, আমার উপর ভরসা রাখুন। পর্যায়ক্রমে সবগুলো সড়ক ও ব্রীজের কাজ ধরা হবে। তিনি আরো জানান, সদর উপজেলায় মোট ১৭৪ টি সড়ক এবং ২৪টি ব্রীজ ও কালভার্ট অনুমোদনে প্রস্তাব দেওয়া হয়েছে। এরমধ্যে চরকাউয়া, চাঁদপুর ও টুঙ্গিবাড়িয়ার জন্য ৭৪ টি সড়ক রয়েছে। আমরা ইতিপূর্বে ১৬টি ব্রীজ ও কালভার্টের অনুমোদন পেয়েছি। এরমধ্যে পূর্ব কর্ণকাঠীর তিনটি ব্রীজও রয়েছে। চলতি বছরের মধ্যেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে বলে জানালেন পানি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT