পদ্মা সেতু চালুর পর দক্ষিনাঞ্চলে যুক্ত হবে অর্ধশতাধিক বিলাসবহুল বাস পদ্মা সেতু চালুর পর দক্ষিনাঞ্চলে যুক্ত হবে অর্ধশতাধিক বিলাসবহুল বাস - ajkerparibartan.com
পদ্মা সেতু চালুর পর দক্ষিনাঞ্চলে যুক্ত হবে অর্ধশতাধিক বিলাসবহুল বাস

3:30 pm , June 11, 2022

হেলাল উদ্দিন ॥ দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্য খোলার গৌরবের পতীক স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হচ্ছে ২৫ জুন। সেতুকে ঘিরে বরিশালসহ দক্ষিনাঞ্চলের মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সেতু ঘিরে এখানকার কোটি মানুষের উচ্ছাসের শেষ নেই। সেতু মানেই পরিবহন, সেতু মানেই বাসে চড়ে ভ্রমন। তাই বরিশালের দীর্ঘ দিনের ভগ্ন দশা পরিবহন খাতও ডানা মেলেছে স্বপ্ন ছোঁয়ায়। এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে বরিশাসহ দক্ষিনাঞ্চলে আসছে দেশের খ্যাতনামা পরিবহন কোম্পনীগুলোর বিলাসবহুল অর্ধশতাধিক বাস। যার জন্য এই খাতে বিনিয়োগ হচ্ছে প্রায় দেড়শ কোটি টাকা। যা পদ্মা সেতুর সঙ্গে তাল মিলিয়ে জেলার যোগাযোগ ক্ষেত্রকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। বরিশাল পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে ৬ থেকে ৮ টি কোম্পানী বরিশালসহ দক্ষিনাঞ্চলে নতুন বাস দেওয়ার কাজ শুরু করেছেন। যা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে বরিশালসহ দক্ষিনাঞ্চলের রুটগুলোতে যুক্ত হবে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের দপ্তর সম্পাদক অমল চন্দ্র দাস বলেন, পদ্মা সেতু ঘিরে শুধু দক্ষিনাঞ্চলের নাম উঠে আসছে। তাই স্বাভাবিক ভাবেই সেতু উপলক্ষে বরিশালসহ দক্ষিনাঞ্চলে নতুন নতুন বিলাসবহুল বাস আসবে। এখন পর্যন্ত ৫/৬ টি কোম্পানীর নাম শুনেছি। পরবর্তীতে এর বেশীও হতে পারে। যার মধ্যে একটি কোম্পানী বাদে বাকীগুলো বরিশালে নতুন প্রবেশ হবে। তিনি বলেন, বরিশালে সব কোম্পানীকে আমরা সাদরে স্বাগত জানাব। এখানে চলাচলে সমিতিগত বা অন্য কোন সমস্যা বা জটিলতা নেই।
জানা গেছে, পদ্মা সেতু ঘিরে বরিশালসহ দক্ষিনাঞ্চলে চলাচলের জন্য হানিফ, শ্যামলী, গোল্ডেন লাইন, প্রচেষ্টা, রাজধানী এবং ইউনিক পরিবহন কোম্পানীগুলো তাদের বিলাসবহুল বাসগুলো প্রস্তুত করছে। একেকটি কোম্পানী প্রাথমিক ভাবে সর্বনি¤œ ৫ টি থেকে ১০/১২ টি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে এসি এবং নন এসি উভয়ই রয়েছে।
হানিফ পরিবহনের বরিশাল শাখার ব্যবস্থাপক রানা তালুকদার বলেন, শুধু পদ্মা সেতুর অভাবে ঢাকার সাথে বরিশালসহ দক্ষিনাঞ্চলের যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তাইতো পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নতুন করে জেগে উঠেছে ভগ্নদশায় থাকা বরিশালের পরিবহন খাত। সেতু চালু হওয়ায় এখন ৩ ঘন্টায় বরিশাল থেকে ঢাকায় পৌছানো সম্ভব হবে। যাত্রীরাও পরিবহনমুখী হবে। তাই যাত্রীদের আধুনিক ও বিলাসী সেবা নিশ্চিত করতে আমাদের কোম্পানী বরিশালে কমপক্ষে নতুন ১০ টি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে ৪ টি এসি এবং ৬ টি নন এসি। সব কিছু অনুকুলে থাকলে আরো বাস যুক্ত করা হবে। সেতু উদ্বোধনের পরপরই বাসগুলো চলে আসবে। তাদের কোম্পানীর এক একটি এসি বাসে প্রায় সাড়ে ৩ কোটি এবং নন এসি বাসে প্রায় ৯০ লাখ টাকা খরচ হয় বলেও জানান তিনি।
শ্যামলী পরিবহনের জিএম আফজাল হোসেন বলেন, পদ্মা সেতু উপলক্ষে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনা পিরোজপুর রুটে অন্তত ১৫ টি নতুন বাস যুক্ত করার ইচ্ছা রয়েছে আমাদের। সবার সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে পরবর্তীতে এ সার্ভিস বাড়ানো হবে। আশা করছি বরিশালের মানুষ আমাদের সাথে থাকবে। তিনি বলেন, যুক্ত হওয়া বাস গুলোর মধ্যে বেশীর ভাগই নন এসি। কিন্তু নন এসি হলেও এ বাসগুলোর মান অনেক ভালো থাকবে। প্রত্যেকটি এসি বাসে প্রায় দেড় কোটি এবং নন এসি বাসে ৭০ থেকে ৮০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT