3:39 pm , June 9, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ভোটার তালিকা হালনাগাতে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গতকাল হালনাগাদের নির্ধারিত সময় শেষে এ তথ্য জানিয়েছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ নুরে আলম। তিনি বলেন প্রথম ধাপে বরিশাল জেলার ৩ উপজেলা আগৈলঝাড়া, গৌরনদী ও সদর উপজেলায় হালনাগাত কার্যক্রম চলেছে। যার শেষ দিন ছিলো ৯ জুন। সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত তথ্য এসে পৌছায়নি। তবে এতটুকু নিশ্চিত যে টার্গেট পূরন হয়েছে। উপরন্ত বরিশাল সদর উপজেলায় টার্গেটের চেয়ে বেশী হালনাগাদ হয়েছে। এই ৩ উপজেলায় নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ছিলো ৫৪ হাজার ৮৬৬ জন। এর মধ্যে সদর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিলো ৩২ হাজার ৬১২ জন, গৌরনদীতে ১২ হাজার ৭৪৩ জন এবং আগৈলঝাড়ায় ৯ হাজার ৫১১ জন। আজ থেকে হালনাগাদকৃত ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। গত ২০ মে শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম। কোন রকম ভোগান্তি ছাড়া ভোটার তথ্য হালনাগাদ করতে হতে পেরে খুশি নতুন ভোটাররা। নতুন ভোটার হতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। আগে জাতীয় পরিচয়পত্র পেতে, ভোটার হতে গেলে লাইনে দাঁড়ানো, তাড়াহুড়ো করে তথ্য দেওয়া, তথ্যে ভুল হওয়াসহ নানা সমস্যার সম্মুখীন হতে হতো। তবে নির্বাচন কমিশন থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার ও খুশি অভিভাবকরা।