মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - ajkerparibartan.com
মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

3:39 pm , June 9, 2022

পরিবর্তন ডেস্ক ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ খান এবং মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথিসহ অন্যরা।সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল বিএনপির সমাবেশস্থলে গিয়ে যোগ দেয়।এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT