3:36 pm , June 9, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ১৯৭৫ এর ১৫ আগস্টের নির্মমতার রক্তস্নাত সাক্ষী, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা-শহীদ জননী সাহান আরা বেগম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) তে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা। বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন বিএম কলেজে সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, উপাধ্যক্ষ এ.এস কাইয়ুম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, টিআইবির সদস্য শুভঙ্কর চক্রবর্তী,নারী নেত্রী নিগার সুলতানা হনুফা।