গণধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন গণধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন - ajkerparibartan.com
গণধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

3:37 pm , June 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদী উপজেলা থেকে অপহরন করে এক নারীকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদ- এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দন্ডাদেশ প্রদান করা হয়েছে। বুধবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষনা করেন। দ-প্রাপ্ত আসামিরা হচ্ছে : মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে ফরিদ ও মৃত আবুল হোসেন খানের ছেলে খবির খান। মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৩ সনের ২৫ সেপ্টেবর দুপুরে মুলাদি উপজেলার টেম্পোস্ট্যান্ড থেকে মামলার বাদী সুমি আক্তারকে অপহরন করে সাজাপ্রাপ্তরা। এরপর ওই দুই আসামি বাদিকে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন দুই ধর্ষককে আসামী করে মামলা করেন বাদী। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশীট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT