হিজলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হিজলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - ajkerparibartan.com
হিজলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

1:00 am , June 7, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু হলো-হিজলা গ্রামের মো. হারুনের ছেলে মোহাম্মদ আলী (৬) ও মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আব্দুল লতিফের মেয়ে লিমা আক্তার (৫)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বোন।
স্থানীয় সূত্রে জানাযায়, মেহেন্দীগঞ্জের উলানিয়া থেকে লামিয়া মা-বাবার সঙ্গে নানা বাড়ি হিজলা গ্রামে বেড়াতে এসেছিল। কাউকে না বলে দুপুরে নানা বাড়ির মসজিদের পাশের পুকুরে লিমা তার মামাতো ভাই মোহাম্মদ আলীর সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার জানতো না। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির লোকজন পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে তাদের ঘাটলার নিচ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে তাদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT