ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স বিআরটিএ থেকে দেয়ার দাবীতে বিক্ষোভ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স বিআরটিএ থেকে দেয়ার দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স বিআরটিএ থেকে দেয়ার দাবীতে বিক্ষোভ

1:00 am , June 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স বিআরটিএ থেকে দেয়াসহ বিভিন্ন দাবীতে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। সমাবেশ ও মিছিলে তারা সীতাকু-ে শ্রমিক হতাহতের ঘটনায় দায়ীদের বিচার, ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত, ব্যাটারি চালিত রিকশার পার্কিং স্ট্যান্ড নির্ধারণ, মহাসড়কে থ্রি হুইলারের জন্য সার্ভিস লেন চালু এবং কল্যাণ সমিতির ভুয়া টোকেনের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা সদর রোড অবরোধ করে সমাবেশ করে তারা। এতে সদর রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগামীরা বিপাকে পড়েন। সদর রোডে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের অন্যান্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন এবং শ্রমিক নেতা আ. মালেক হাওলাদারসহ অন্যান্যরা। সমাবেশ শেষে একই দাবিতে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর রোডে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT