3:31 pm , June 5, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা (দক্ষিণ) ছাত্রদলের আয়োজনে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। রোববার (৬ই) মে দুপুরে বরিশাল জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতৃবৃন্দ। বরিশাল জেলা (দক্ষিণ) ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক কামরুল আহসানের সঞ্চালনায় এসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আলোচনা ও তারেক রহমানের দিক নির্দেশনায় যে আন্দোলন-সংগ্রামের ডাক আসবে তা পালন করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন,যুগ্ম সম্পাদক তৌহিদ আল-এমরান, সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি,কাজী সজল, মোঃ নাঈম,সোহানুর রহমান সোহান,আল-আমিন সহ জেলার বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।