বাকেরগঞ্জে ২৯টি গাজা গাছসহ আটক ১ বাকেরগঞ্জে ২৯টি গাজা গাছসহ আটক ১ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ২৯টি গাজা গাছসহ আটক ১

3:23 pm , June 5, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে একটি বড় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে থানা পুলিশ। ওই বাগানের ২৯ টি গাঁজার গাছসহ চাষী নাছির খান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ জুন) দুপুর ২ টার সময় থানার এস আই মনির, এএসআই হাফিজ ও এএসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাছির খানবিরঙ্গল গ্রামের জাফর খানের পুত্র। সে পেশায় একজন ভ্যান চালক। বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী নাছির খানকে গ্রেফতার করা হয়েছে। সে গাঁজা সেবন করার উদ্দেশ্যেই তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছের চাষ করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT