বাকেরগঞ্জে আ’লীগের বিক্ষোভ বাকেরগঞ্জে আ’লীগের বিক্ষোভ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে আ’লীগের বিক্ষোভ

3:33 pm , June 4, 2022

মো. পলাশ হাওলাদার, বাকেরগঞ্জ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করার প্রতিবাদে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল মিছিল করা হয়েছে। শনিবার বিকেলে এ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ পৌর মেয়র ওউপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. লোকমান হোসেন ডাকুয়া। বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু, আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্না, সৈয়দ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ আকন, জেলা পরিষদের সাবেক সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খাজা,প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার হোসেন হাওলাদার। কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ প্রমূখ। এ সময় মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দিবে না বাংলাদেশ আওয়ামী লীগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT