নির্বাচনে এসে মোকাবেলা করেন, আমরা প্রস্তুত আছি -সিটি মেয়র নির্বাচনে এসে মোকাবেলা করেন, আমরা প্রস্তুত আছি -সিটি মেয়র - ajkerparibartan.com
নির্বাচনে এসে মোকাবেলা করেন, আমরা প্রস্তুত আছি -সিটি মেয়র

3:26 pm , June 4, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ “৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” এ কথা বলে কি বুঝাতে চেয়েছে জানতে চেয়েছে সিটি মেয়র ও মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেন, সে কথা মনে হয় নিজেরাই জানে না। তিনি বিরোধী দলকে গনতান্ত্রিক ভাষায় কথা বলার পরামর্শ দিয়ে হুশিয়ারী উচ্চারন করে বলেন, এরপর যদি এ ধরনের অগনতান্ত্রিকভাষায় কথা বলেন, তাহলে দেশবাসীকে সাথে নিয়ে আ’লীগ কঠোরভাবে জবাব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে শনিবার নগরীতে বিক্ষোভের পূর্বে এ কথা বলেন তিনি। এ সময় মেয়র বলেন, ১৫ আগষ্টের খুনীরা বসে নেই। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করেছে। প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া মানে দেশকে অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। মেয়র বলেন, আমরা রাজপথে রয়েছি। রাজনৈতিকভাবে এসব হুমকি মোকাবেলা করবো। নগরীর সোহেল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু পূর্বে মেয়র আরো বলেন, এবারো গনতান্ত্রিকপন্থায় নির্বাচন হবে। সেই নির্বাচনে এসে মোকাবেলা করেন। “আমরা প্রস্তুত আছি”।
দলীয় কার্যালয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে আরো বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, আনোয়ার হোসাইন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. কাইউম খান কায়সার, মহানগর আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ বাবু, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বিন ইসলাম, মহানগর নেতা জাহিদুর রহমান মনির মোল্লা, কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না,এ্যাড. মিলন ভূইয়া, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক কাউসার হোসেন সিপন প্রমুখ।
সমাবেশ শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT