3:26 pm , June 3, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাতুল্লা মো. ফয়সাল জানিয়েছেন গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বরিশাল বিশ^দ্যিালয়ে শনিবার ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। পরীক্ষার্থীও সংখ্যা ১ হাজার ৯৪২ জন।
একইভাবে ১০ জুন ক ইউনিটে ২ হাজার ৭৬৪ জন, ১১ জুন ঘ ইউনিটে ১ হাজার ৪৬৩ জন এবং ১৭ জুন চ ইউনিটে ১৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো বরিশাল বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতবারের মতো এবারো সুষ্ঠু ও সুন্দও পরিবেশে ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে।