জেলা ও মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন জেলা ও মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন - ajkerparibartan.com
জেলা ও মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন

3:46 pm , June 2, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ আগামীকাল ৪ জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস পালন ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর ২য় মৃত্যুবার্ষিকী, ১১ জুন জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনসহ সকল কর্মসূচী সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগরের এক প্রস্তুতি সভা বুধবার রাতে কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্, উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস, জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতিবৃন্দ সহ সহযোগী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন-মহানগর আওয়ামী লীগ এর সভাপতি অ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর। সভায় গৃহীত সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে , ৪ জুন সকাল ১০ টায় শহীদ সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।৭ জুন সকাল ৯টায় শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। একই দিন শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যোহরবাদ বরিশাল ক্লাবে দোয়া ও মোনাজাত।৮ জুন বিকাল ৪ টায় ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে কালীবাড়ী রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে আলোচনা সভা।১১ জুন বিকাল ৪ টায় জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা কালীবাড়ী রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে আলোচনা সভা। ২৩ জুন সূর্যোদয়ের সাথে সাথে সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। একই দিন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর এর স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। এবং বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২২ জুন থেকে ২৬ জুন সর্বত্র আলোকসজ্জ্বা।২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান খঊউ মনিটরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবন, এ্যানেক্স ভবন, বঙ্গবন্ধু উদ্যান, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রূপাতলী বাসস্ট্যান্ডে সরাসরি সম্প্রচার।২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন শেষে সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ। ২৫ জুন সন্ধা ৭ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ভিডিও সম্প্রচার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT