3:44 pm , June 2, 2022
লালমোহনে রমাগঞ্জের ইউপি নির্বাচনে
নিজস্ব প্রতিবেদক, ভোলা ॥ লালমোহনের রমাগঞ্জে ইউপি নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আনোয়ার রাব্বীর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রার্থীর স্ত্রীসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো: আনোয়ার রাব্বীর বাড়িতে হামলা চালায় নৌকার প্রার্থী গোলাম মোস্তফার বহিরাগত সন্ত্রাসীরা বলে অভিযাগ রয়েছে। প্রতিদিনের ন্যায় মো: আনোয়ার হোসেন রাব্বী নির্বাচনী কাজ করছিলো। এ সময় কিছু বুঝে উঠার আগেই বহিরাগত (লালমোহন পৌরসভা) সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানান, প্রার্থী মো: আনোয়ার হোসেন রাব্বী। সন্ত্রাসীরা তার বাসায় ব্যাপক ও বাহিরে ভাংচুর করেন। ঘরে ঢুকে প্রার্থীর স্ত্রী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম এর মেয়ে তানিয়া বেগম। প্রার্থীর বড় ভাবী আখি বেগম ও শিউলী বেগমসহ অন্তত ৫ জন আহত হয়। এ সময় খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তারা ঝাড়ু মিছিল করে।
এদিকে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো: আনোয়ার হোসেন রাব্বী লিখিত অভিযোগ নিয়ে পুলিশ আসামী ধরবে। আমরা শান্তিপুর্ন নির্বাচনের জন্য কোন অন্যায়কে ছাড় দেব না।