উজিরপুরে জমি নিয়ে বিরোধ হাতাহাতিতে দুই বৃদ্ধের মৃত্যু উজিরপুরে জমি নিয়ে বিরোধ হাতাহাতিতে দুই বৃদ্ধের মৃত্যু - ajkerparibartan.com
উজিরপুরে জমি নিয়ে বিরোধ হাতাহাতিতে দুই বৃদ্ধের মৃত্যু

3:42 pm , June 2, 2022

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরের শোলকে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতি করতে গিয়ে চিত্ত দত্ত (৬০) ও তার পতিপক্ষ আব্দুল হকের (৬০) মর্মান্তিক মূত্যু ঘটেছে। বুধবার রাতে উপজেলার তেতুল তলা এলাকায় দ’ুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তারা মারা গেছেন। উজিরপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় সুত্রে জানা যায়, শোলকের তেতুলতলার বাসিন্দা আব্দুল হক একই এলাকার মন্টু দত্তর কাছ থেকে জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমির বেশ কিছু গাছ মঙ্গলবার মন্টু দত্তর ভাই চিত্ত দত্ত কেটে নেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার সন্ধ্য রাতে আব্দুল হক তার লোকজন নিয়ে চিত্ত দত্তর কাছে জানতে চায় তার ক্রয়কৃত জমির গাছ কেন কাটা হলো। এক পর্যায়ে দু পক্ষ ঝগড়া ও হাতাহাতিতে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই চিত্ত দত্ত’র মূত্যু ঘটে । হাতাহাতি’র সময় অসুস্থ হয়ে পড়েন আব্দুল হক। তাকে উজিরপুর হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। থানা পুলিশ সংবাদ পেয়ে রাত ১২ টার দিকে উজিরপুর হাসপাতালে ২ জনের লাশ তাদের হেফাজতে নিয়েছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর রহমতুল্লাহ ও উজিরপুর থানার ওসি আলী আর্শাদ । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে দুজনের মুত্যুর কারন নিশ্চিত করতে পারেনি পুলিশ। বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো: রহমতুল্লাহ জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও মরদেহ পুলিশের হেফাজতে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে লাশ ময়না তদন্তর জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করেন। উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ সাংবাদিকদের বলেন, রিপোট পেলে মুত্যুর কারন জানা যাবে। আপাতত কোন মন্তব্য করতে রাজি নয়। তবে যেহেতু হাতাহাতি’র ঘটনার জের ধরে মূত্যু ঘটেছে বিষয়টি নিবির ভাবে তদন্ত করা হবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT