3:38 pm , June 1, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর দুইটি চালের আড়ত ও দুই মুদী মনোহরি দোকান থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার পরিচালিত ওই অভিযানে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে দপ্তরটির বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোহাইব মিয়া জানিয়েছেন।
তিনি জানান, দুইটি চালের আড়তে মুল্য তালিকা না থাকার কারনে জরিমানা আদায় করা হয়েছে। সরিষার তেলের টিনের ও আটার বস্তার বিক্রয় মুল্যে কালি দিয়ে মুছে বেশি দামে বিক্রির করার অভিযোগে দুই মুদী দোকানীকে জরিমানা আদায় করা হয়েছে। চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মুদী মনোহরীর দোকান মহাদেব ভান্ডার থেকে ৩৫ হাজার, গৌর নিতাই ভান্ডার থেকে ২০ হাজার, মেসার্স ভাই ভাই ষ্টোর্স থেকে ১ ও মেসার্স আজম এন্টারপ্রাইজ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে কোতয়ালী মডেল থানার পুলিশের একটি দল ও ক্যাব কর্মকর্তা মো. জাহাঙ্গীর মল্লিক সহায়তা করেছেন।