3:38 pm , June 1, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ “পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ¦শিল্প” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নগরীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার ১লা জুন সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, পবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহ্সানুর রেজা, বরিশাল বিভাগীয় প্রণি সম্পদ বিভাগ পরিচালক ডা. মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে স্বগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপাস্থপনা করেন বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মো. নুরুল আমিন। এর পূর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হাদার সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বের করা একটি র্যালির নেতৃত্ব দেয়। র্যালিটি সড়ক ঘুরে পুনরায় সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।