কাশিপুরের অটোচালক জাকির হত্যা মামলায় ৩ ভাইয়ের কারাদন্ড কাশিপুরের অটোচালক জাকির হত্যা মামলায় ৩ ভাইয়ের কারাদন্ড - ajkerparibartan.com
কাশিপুরের অটোচালক জাকির হত্যা মামলায় ৩ ভাইয়ের কারাদন্ড

3:37 pm , June 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশীপুরের ইছাকাঠিতে অটোরিকশা চালক জাকির হোসেন হত্যার দায়ে তিন ভাইকে ৭ বছর কারাদ- ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
এ সময় দন্ডিত তিন ভাই এজলাসে উপস্থিত ছিলো।
দন্ডপ্রাপ্তরা হলো-কাশিপুরের ইছাকাঠি এলাকার লতিফ মাঝির ছেলে কামাল মাঝি, জামাল মাঝি ও ফিরোজ মাঝি। পেশায় তারা অটোরিক্সা চালক। আদালতের নাজির জাকির হোসেন জানান, ২০২০ সালের ৮ মে অটোরিক্সায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নিহত জাকিরের সাথে আসামীদের ঝগড়া হয়। এর জের ধরে ওই দিন দুপুরে নগরীর কাশীপুর ফিশারী রোডের সামনে জাকিরকে মারধর করে আসামীরা।
এতে জাকির অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ভাই আমীর হোসেন বাদী হয়ে মহানগরীর এয়ারপোর্ট থানায় মামলা করে। মামলার ১৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT