3:28 pm , June 1, 2022
বিশেষ প্রতিবেদক ॥ নগরীর ফকির বাড়ি রোডে সম্মোহনের মাধ্যমে এক মহিলার সবকিছু কেড়ে নিয়েছে কিশোর গ্যাং চক্র। বুধবার সকাল ১০ টায় বেলভিউ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কালেকশন কর্মী জোৎস্না রানী (২৮) এ ছিনতাই চক্রের শিকার হয়েছেন। তিনি প্রায় এক ঘণ্টা ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। এর আগে নগরীর ব্যাংক ও কয়েকটি শপিং মলের সামনেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম দেখা গেছে। আগৈলঝাড়া হরিশ চন্দ্র মিত্রের মেয়ে জোৎস্না মিত্র জানান, বেলভিউতে চাকুরির কারণে তিনি শহরের জেলে বাড়ির পুল সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে থাকেন। বাবা মা গ্রামে থাকে। তিনি প্রতিদিনের মতো সকালে বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে অটোরিকশা স্ট্যান্ডে আসেন। এ সময় ১৬/১৮ বয়সের দুই তরুণ এসে তার সাহায্য চায়, ডায়াগনস্টিক সেন্টারে তাদের কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। তখন সে ওদের সাথে কথা বলতে বলতে ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুর পাড়ে চলে আসেন। এ সময় ওরা তার হাতে কিছু একটা ধরিয়ে দিলে সে সাথে সাথে সম্মোহিত হয়ে যায় এবং ওরা যা যা করতে বলেছে তাই করেছে বলে জানান।
জোৎস্না বলেন, আমি নিজে আমার কানের দুল, হাতের বালা, ব্যাগে থাকা নগদ এক হাজার টাকা ও স্যামসাং মোবাইল ফোন ওদের হাতে তুলে দিয়েছি। একটুও টু শব্দ করতে পারিনি। এরপর কি হয়েছে বলতে পারবো না। প্রায় একঘন্টার মতো আমি পুকুর পাড়ে পড়ে ছিলাম। হুশ হলে কোনোভাবে বেলভিউ অফিসে এসে বসেছি। তিনি বলেন, এখন থানায় যাবো বিষয়টি পুলিশকে অবহিত করতে।