হাইকোর্টে জামিন চাইলেন সেই মিন্নি হাইকোর্টে জামিন চাইলেন সেই মিন্নি - ajkerparibartan.com
হাইকোর্টে জামিন চাইলেন সেই মিন্নি

3:41 pm , May 30, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বরগুনার বহুল আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।দুয়েক দিনের মধ্যে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান জানিয়েছেন।এর আগে গত ১৯ জানুয়ারি বরগুনার আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে আপিল করেন।এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নির মৃত্যুদ-ের রায় ঘোষণা করেন।রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদ-াদেশ দেন আদালত। পাশাপাশি ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার দ-েও দ-িত করেন।বাকি চারজনকে খালাস দেওয়া হয়।পরে নিয়মানুসারে একই বছরের ৪ অক্টোবর ছয় আসামির মৃত্যুদ-াদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করেন।এ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন মো. রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান ও আয়শা সিদ্দিকা মিন্নি।খালাস পেয়েছেন— মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT