মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দুই বোনের মৃত্যু মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দুই বোনের মৃত্যু - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে দুই বোনের মৃত্যু

3:39 pm , May 30, 2022

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার চানপুর ইউনিয়নের কোলচরী শ্যামরায় গ্রামে সোমবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. তাওহীদ জানিয়েছেন। তিনি জানান, দুই বোন লাবনী আক্তার (১৪) ও নাবিলা আক্তার (৪) ওই গ্রামের আলী হোসেন মোল্লার কন্যা। স্বজনদের উদ্বৃতি দিয়ে ওসি তাওহীদ আরো জানান, বিদ্যুৎ সংযোগ ত্রুটিপূর্ন হয়ে ঘরে টিনের বেড়া বিদ্যুতায়িত ছিলো। নাস্তা করার সময় বেড়ার সাথে তার হেলান দিলে বিদ্যুতায়িত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ও?সি ব?লেন, মৃত শিশু দু?টির লাশ প?রিবা?রের কা?ছে হস্তান্তর করা হ?য়ে?ছে।
ঘটনাস্থলে অবস্থান করা চাঁন ইউপি চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঢালী বলেন, বিদ্যুত সংযোগের লিক হয়ে ঘরের টিনে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুই বোন বেড়ায় হেলান দেয়ায় তারা আটকে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। পরে প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে দাফন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT