3:38 pm , May 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ কমিশনার ( ভারপ্রাপ্ত) বিএমপি প্রলয় চিসিম গতকাল বিএমপি এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন।
এসময়ে থানার রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পাশাপাশি তিনি থানার সকল অফিসারদের যথাসময়ে ওয়ারেন্ট তামিল সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদারে বিশেষ তাগিদ প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার বিএমপি উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম ,সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট বিএমপি মোঃ সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি কমলেশ চন্দ্র হালদার সহ অন্যান্য অফিসারবৃন্দ।